Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আল আজম হাই স্কুল এন্ড কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত,  বিজ্ঞান ও মানবিক এবং দ্বাদশ শ্রেণীতে মানবিক  শাখা চালু আছে।

 

 

প্রতিষ্ঠাকালঃ ১৯৯৪ ইং

প্রতিষ্ঠানের ইতিহাসঃ  আল-আজম মাধ্যমিক বিদ্যালয়,ডাকঃ আমতৈল , উপজেলাঃ বিশ্বনাথ, জেলাঃ সিলেট, এটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল এলাকায় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৯৪ সালের পয়লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর আমতৈল এলাকাবাসী অনেক ত্যাগ তীতিক্ষার বিনিময়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।  

নাম করণঃ আমতৈল গ্রামের আদ্যক্ষর ‘আ’ , জমশেরপুরের ‘জ’ এবং মাখরগাও‘র ‘ম’ এই তিন আদ্যক্ষর সংযোগ করে সৃষ্ট হয় ‘আজম’ শব্দ। এই আজম শব্দের পূর্বে  আরবি  (Article) নিদিষ্টতাবাচক শব্দ ‘আল’ যুক্ত করে বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘আল- আজম মাধ্যমিক বিদ্যালয়’।

প্রতিষ্ঠান প্রধানের নাম ও তথ্যঃ