Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাজসেবা অফিসের কার্যাবলী

 

ক্রঃ নং

কার্যক্রম

সেবা

 

 

আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ)

পল্লী সমাজসেবা কার্যক্রম

¡পল্লী অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন;

¡সচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান;

¡৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান;

¡লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

 

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

¡পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন;

¡পরিকল্পিত পরিবার তৈরিতে সহায়তা;

¡জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন;

¡সচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন;

¡৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান;

¡লক্ষ্যভুক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন।

 

৩.

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

¡৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণপ্রদান

 

 

সামাজিক নিরাপত্তা সেবা

৪.

বয়স্ক ভাতা কার্যক্রম

¡সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতাপ্রদান। নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

 

৫.

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

¡সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৩০০টাকা হারে প্রদান করা হচ্ছে ।

 

৬.

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

¡প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদান:-

¡প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৩০০ টাকা;

¡মাধ্যমিক স্তর (৬ষ্ঠ --১০ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৪৫০ টাকা;

¡উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেণী): জনপতি মাসিক ৬০০ টাকা;

¡উচ্চতর স্তর (স্নাতক ও স্নাতকোত্তর): জনপ্রতি মাসিক ১,০০০ টাকা;

 

৭.

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

¡সরকার কর্তৃক মাসিক জনপ্রতি২০০০টাকা হারে সন্মানী ভাতা প্রদান।

৮.

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা

¡সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা  প্রদান। নির্বাচিত বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতাগ্রহীতাদের জনপ্রতি মাসিক ৩০০টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

৯.

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন তত্ত্বাবধান

¡স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনের নামকরণের চাড়পত্র প্রদান;

¡১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারি এতিমখানা/ক্লাব নিবন্ধন;

¡নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, সাধারণ ও কার্যকরী পরিষদ অনুমোদন ;

¡নিবন্ধনপ্রাপ্ত সংগঠনের কার্যএলাকা একাধিক জেলায় সম্প্রারণের অনুমোদন;

¡নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ নিস্পত্তির ব্যবস্থা গ্রহণ;

¡নিবন্ধনপ্রাপ্ত সংগঠন সমূহের কার্যক্রম তদারকি।

 

১০.

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত  সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা

¡সমাজসেবা অধিদফতর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে অনুদানপ্রদানবার্ষিক ৫০ হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা ;

¡শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান

¡রোগীকল্যাণ সমিতি সমূহের জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান;

¡অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি সমূহের জন্য ৫০ হাজার হতে ১ লক্ষ টাকা অনুদান

¡নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের আয়বর্ধক কর্মসূচীর জন্য অনুদান

¡নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের জন্য ৫ হাজার হতে ২০ হাজার টাক সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচির জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান;

¡প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/দু:স্থব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ ২৫ হাজার অনুদান;

¡আকস্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগের জন্য জন প্রতি সর্বোচ্চ ১ হাজার টাকা।

 

১১.

স্বেচ্ছাসেবী সংস্থা/প্রতিষ্ঠান সমূহের সাথে উন্নয়ন কার্যক্রম পরিচালনা

¡অসহায় দুস্থ রোগীদের অধিকার সুরক্ষা, কল্যাণ ও পুনর্বাসনে সহায়তা প্রদান;

¡যে সমস্ত প্রতিষ্ঠান সমাজের অনগ্রসর পশ্চাৎপদ অবহেলিত, এতিম, প্রতিবন্ধী, দুস্থ, সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সেবা দিয়ে থাকে তাদের প্রকল্প প্রণয়নে সহায়তা প্রদান:

¡অনুরূপ প্রকল্প অনুমোদনের প্রত্যাশী সংস্থাকে যথাযথ সহায়তা প্রদান;

¡অনুমোদিত প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালে মাধ্যমে ৩০% রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান;

¡বিনামূল্যে দুস্থ, এতিম, প্রতিবন্ধী ব্যক্তিদেরপ্রত্যাশী সংস্থার মাধ্যমে প্রতিপালন ও পুনর্বাসন।